দিনাজপুরে দেশীয় একটি ওয়ান শুটারগানসহ মাজেদুর রহমান (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাব-১৩ সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোরের দিকে দিনাজপুর সদরের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাজেদুর দিনাজপুর সদরের গোবিন্দপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
র্যাব জানায়, ১০ অক্টোবর ভোরে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ মাজেদুরকে গ্রেফতার করে। র্যাব-১৩ দিনাজপুরের ভারপ্রাপ্ত অধিনায়ক, সহকারী পরিচালক এএসপি সিদ্দিক হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক