২৩ অক্টোবর, ২০২০ ১৪:১৭

নেত্রকোনায় এবার দুর্গাপূজায় ব্যতিক্রম আনন্দে শিশু কিশোরীরা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় এবার দুর্গাপূজায় ব্যতিক্রম আনন্দে শিশু কিশোরীরা

সারা দেশের ন্যায় এবার করোনা থাবায় আমেজহীন ভাবে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। শুধুমাত্র মাঙ্গলিক নিয়ম পালন করতেই এবার মন্ডপগুলোতে প্রতিমা তৈরী করে পূজা পালিত হচ্ছে বলেও জানান আয়োজকরা। নেই গেট ও আলোকসজ্জা। প্রতি বছরর ৫ শাতাধিক মন্ডপে পূজা উদযাপিত হলেও এবার মন্ডপের সংখ্যা কমে গেছে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে সাধারণ পূজা দর্শনার্থীদের শুরু হতো আলোর ঝলকানি আর ঢাকের বাদ্যে মন্দির থেকে মন্দিরে পদচারণা। এবার যেনো নীরবতায় দৃশ্যপটের পুরোই ব্যাতিক্রম। সন্ধ্যায় বের হচ্ছে না কোন দর্শনার্থী। 

যে কারণে নেই আগের মতো আনন্দ অনুষ্ঠানও। আর তাই শিশুদের মন রাখতে অভিভাবকরাও এবার বেছে নিয়েছেন ভিন্ন পথ। শিশুদের নানা সাজে সজ্জিত করে পছন্দ মতো জায়গায় নিয়ে নৃত্য করিয়ে তা ধারণ করছেন মোবাইলে। নৃত্যে অসুর বধের মাধ্যমে করোনাও দূর হবে এমনটি আশা করে শিশুরাও। তাদের নৃত্যগুলো ভার্চুয়াল মাধ্যমে ছেড়ে দিয়েই এবার পূজার আনন্দ উপভোগ করছে তারা।

নৃত্য শিল্পী প্রমা জানায়, মা দেবী রেগে গিয়ে তান্ডব নৃত্য করেছিলেন। এবার করোনায় স্কুলসহ সব কিছু বন্ধ। আমরা পূঁজোতেও বের হতে পারছিনা। তাই নাচগুলো রেকর্ড কের ফেসবুকেই ছেড়ে দিচ্ছি।   
এ বছর জেলায় ১০ উপজেলায় মোট ৪৯৩ টি মন্ডপে পূজা উদযাপন হচ্ছে। পৌর শহরে হচ্ছে ৫৬ টি মন্ডপে পূজা। সদরে রয়েছে ১১৫ টি মন্ডপ। 

পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, সকল ধরনের নিরাপত্তা ব্যবস্তা রয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন সমাপ্ত হবে। আইনশৃঙ্খলা পরিস্তিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার রয়েছে। পাশাপাশি পেট্রোল উিউটি বাড়ানো হয়েছে। 

জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান জানান, পূজা উদযাপন পর্ষদের সাথে বিভিন্ন সময়ে মত বিনিময়ের মাধ্যমেই আমরা করোনাকালীন সময়ে নজরদারি রাখছি। সরকারি অনুদান সহ অন্যান্য সকল কিছিু অব্যাহত রয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর