গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে বরিশালের মোলাদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- পটুয়াখালীর রাঙ্গাবালী থানার টিল্লা গ্রামের কামাল প্রহলান (৪০), বরগুনার আমতলী উপজেলার পেড়া বুনিয়া গ্রামের এনামুল হক (৩১) ও বরিশালের মোলাদী উপজেলার মাইল্লার চর গ্রামের আলমগীর সিপাই (৪২)।
আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর