ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে স্টেশন রোডে শনিবার সকালে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস বোয়ালমারী শাখার সহযোগিতায় অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, রোভার, বিএনসিসি, স্কাউটস, গার্লস ইন স্কাউটস, গার্লস গাইড, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জেলা শহরব্যাপী একযোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে পৌর সদরের রেলস্টেশন থেকে সোনালী ব্যাংক পর্যন্ত প্রায় ৫০০ মিটার লাইনে দাঁড়িয়ে অনেকেই অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দের সভাপতিত্বে ও অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, থানার ওসি মো. আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, কলেজ শিক্ষক রবিন লস্কর, সাংবাদিক কোরবান আলী প্রমুখ।
বক্তারা সবাইকে স্বাস্থ্যবিধি বজায় রেখে মাক্স ব্যবহারের প্রতি তাগিদ দেন। এ সময় উপজেলা প্রশাসন ৫ শতাধিক মাক্স বিতরণ করে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ