অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ৪০দিনব্যাপী গ্রামীণ রাস্তা সংস্কার, খানসামার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে মাটি ভরাটের প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে খানসামায় অতি দরিদ্র ২১২৪জন নারী-পুরুষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। অপরদিকে, নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ৩৪টি প্রকল্পের কাজে ১ হাজার ৯২৫ জন শ্রমিক কাজ করবেন।
খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, ইজিপিপি প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে ১ কোটি ৭০ লক্ষ ৯২ হাজার টাকা ব্যয়ে ২১২৪ জন শ্রমিক ৪০ দিনব্যাপী গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার ও নির্মাণ, স্কুল-কলেজ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে মাটি ভরাটের কাজ করবে।
অপরদিকে, নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ৩৪টি প্রকল্পের কাজে ১ হাজার ৯২৫ জন শ্রমিক কাজ করবেন। ৩৪টি প্রকল্পের কাজে শ্রমিক মজুরী হিসাবে উপজেলায় ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় বরাদ্দ রয়েছে।
শনিবার সকালে দিনাজপুরের খানসামায় ২০২০-২১ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন খানসামা ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সুশীতল দেব, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ, ইউপি সদস্য ও সদস্যাগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে, শনিবার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার পুটিমারা ইউনিয়নের লোকা-বাদেহরিনা কাঁচা সড়কে মাটি কেটে ইজিপিপি প্রকল্পের কাজের উদ্বোধন করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম, পুটিমারা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, লোকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মন্ডল ও সাংবাদিক সৈয়দ হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন