নাটোরের সিংড়া উপজেলা ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে সম্পাদক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা রুহুল আমীন। তিনি উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিব।
শনিবার দুপুরে কার্যকরী সভায় তাকে সম্পাদক সম্পাদক নির্বাচিত করে সমিতির সদস্যরা।
আজ শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিংড়া ডায়বেটিক সমিতির কার্যকরী কমিটি গঠন কল্পে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সমিতির অধিকাংশ সদস্যদের ভোট পান মাওলানা রুহুল আমিন।
এদিকে, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাওলানা রুহুল আমিনকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া মডেল প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্টজনরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন