২৫ জুন, ২০২১ ১৬:০১

ভুয়া এএসপির পরিচয়ে কলেজছাত্রীকে বিয়ে, প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভুয়া এএসপির পরিচয়ে কলেজছাত্রীকে বিয়ে, প্রতারক গ্রেফতার

বগুড়ায় নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে এএসপি পরিচয়ে বিয়ে করায় এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সে গাজীপুর জেলার কামারজুরী এলাকার মৃত ফজলুল হকের পুত্র, ২ সন্তানের জনক আব্দুল আলীম। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে, এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, গত কয়েক মাস পূর্ব থেকে সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ীর রফিকুল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে (১৭) এর সাথে পুলিশের এএসপি পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতারক আলীম। এর মধ্যে গত ১৮ জুন তারিখে কলেজছাত্রীকে বিবাহ করার জন্য পলাশবাড়ী আসে। তিন লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত টাকা মোহরানায়  বিবাহ রেজিস্ট্রি করে সংসার করতে থাকে। এদিকে এ যুবককের পরিচয় নিয়ে সন্দেহ হলে মেয়ের পরিবার স্থানীয় এলাকাবাসী ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধার পর পুলিশের ভুয়া এএসপি পরিচয় দানকারী প্রতারক আলীমকে আটক করে থানায় নিয়ে যায়। 

শুক্রবার বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ওই ভুয়া পুলিশ নিজেকে রংপুর জেলার সৈয়দপুরের কোন এক ফাঁড়িতে দায়িত্বরত থাকার কথা বলে মেয়েটির সরলতার সুযোগ গ্রহন করে। কলেজছাত্রীর পরিবারের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ প্রতারককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর