২১ জানুয়ারি, ২০২২ ২০:৩৩

অবমুক্ত করা হলো বিরল প্রজাতির খয়রা পেঁচা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

অবমুক্ত করা হলো বিরল প্রজাতির খয়রা পেঁচা

অবমুক্ত করা হলো বিরল প্রজাতির খয়রা পেঁচা।

কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় খাবারের সন্ধানে এসে বাসায় আটকা পড়ে একটি পেঁচা। শুক্রবার সেই পেঁচাকে অবমুক্ত করা হয়েছে।

ওই এলাকার বাসিন্দা শাহরিয়ার সিদ্দিকী ইভান জানান, বুধবার সন্ধ্যায় পেঁচাটি তাদের বাসায় প্রবেশ করে। রান্নাঘরের দিকে উড়ে যায়। পেঁচাটি  আলো দেখে ভয় পায়। দরজা জানালা খোলা রাখলেও পেঁচাটি বের হয়ে যায়নি।

বন্যপ্রাণী নিয়ে কাজ করা মোশাররফ হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে জানতে পারি বিসিক শিল্পনগরী এলাকায় একটি বিরল প্রজাতির পেঁচা আটকা পড়েছে। পর্যবেক্ষণের পর বুঝতে পারি এটি ব্রাউন হাক আউল বা খয়রা পেঁচা। এসব পেঁচা এখন বিপন্ন প্রায় প্রজাতির। আমরা পেঁচাটিকে শুক্রবার অবমুক্ত করেছি।

বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, খয়রা পেঁচা ক্ষুদ্রকায় প্রজাতির পেঁচা। একটি পেঁচা ২৫ বছরের মতো বাঁচে। সেটি ইঁদুর খেয়ে বাঁচে। প্রতি পেঁচা যে ইঁদুর নিধন করে, এতে ৯৬ লাখ টাকার ফসল রক্ষা পায়।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর