নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৪ জনের লাশ উদ্ধার করা হলো। নৌকাডুবির ঘটনায় এখনও দু’জন নিখোঁজ রয়েছেন। রবিবার খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়ে উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের গ্রাম পুলিশ লাবু শেখ (২৮) ও সালামাবাদ ইউনিয়নের জোকার চর গ্রামের খানজা শেখের (৩৫) লাশ উদ্ধার করেছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা এলাকার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় করে ১৫ জন যাত্রী নিয়ে নদী পর হওয়ার পথে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে আসতে পারলেও নারী ও শিশুসহ বেশ কয়েকজন পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি করে হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (২৫) ও তার শিশুপুত্র নাসিমের (৩) লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখনও নিহত গৃহবধূ নাজমার ছোট ভাই রয়েল শেখ ও ভগ্নিপতি মাহমুদ হোসেন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় রবিবার সকালে ডুবুরি দল নদীগর্ভে নিখোঁজ চারজনের খোঁজে দ্বিতীয় দফায় তল্লাশি শুরু করলে প্রথমে ডুবে যাওয়া খেয়ানৌকাটি উদ্ধার হয়। পরে দুপুরের দিকে ওই দু’জনের লাশ উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে উপজেলার বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. লোকমান হোসেন বলেন, ‘উদ্ধার হওয়া লাশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আফরিন জাহান বলেন, ‘উদ্ধার হওয়া দু’জনের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’ নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। আজ আরও দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো দু’জন নিখোঁজ রয়েছেন।’
বিডি-প্রতিদিন/শফিক