বান্দরবানের পাহাড় থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বনবিভাগের কাছে লজ্জাবতী বানরটি নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে বান্দরবান সদর উপজেলার বাকিছড়ার পাহাড় থেকে স্থানীয় জুমচাষিরা বানরটিকে অসুস্থ অবস্থায় দেখতে পায়। পরে সেটিকে উদ্ধার করে নিয়ে আসেন তারা।
বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান জানান, উদ্ধার করা বানরটি দুষ্প্রাপ্য প্রজাতির লজ্জাবতী বানর। অসুস্থ হলেও সাফারি পার্কে উপযুক্ত চিকিৎসা পেলে এটি বেঁচে যাবে। নিয়ম অনুযায়ী পরে তাকে সুস্থ অবস্থায় গভীর বনে ছেড়ে দিয়ে আসা হবে।বিডি প্রতিদিন/এমআই