৫ মে, ২০২৩ ১৮:২৮

জিয়াউর রহমান শিশু হাসপাতালে মা ও শিশু চিকিৎসা কেন্দ্র চালু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জিয়াউর রহমান শিশু হাসপাতালে মা ও শিশু চিকিৎসা কেন্দ্র চালু

জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিচালিত বগুড়া জিয়াউর রহমান শিশু হাসপাতালে মা ও শিশু চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। শুক্রবার শহরের দত্তবাড়ীস্থ হাসপাতালে এ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা। 

জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক এমপি মোশারফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। 

হাসপাতাল পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মীর শাহ আলম ও মাফতুন আহমেদ খান রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, ড্যাব নেতা ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, বিএনপি মিডিয়া সেলের সদস্য ড্যাব নেতা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান, প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ। 

হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল জানান, প্রতি শুক্রবার এই কেন্দ্রে মা ও শিশু রোগীদের সিনিয়র ডাক্তারগণ স্বল্প খরচে চিকিৎসা সেবা দেবেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর