শিরোনাম
২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২১:১৭

সুন্দরবন সুরক্ষায় যুক্ত হয়েছে অত্যাধুনিক ৬টি নৌযান

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন সুরক্ষায় যুক্ত হয়েছে অত্যাধুনিক ৬টি নৌযান

সুন্দরবন সুরক্ষায় ভোগান্তি কমাতে এবার ব্রিটিশ আমলে নির্মিত একশ’ বছর ধরে ব্যবহৃত দুইটি লঞ্চকে সরিয়ে টহল বহরে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ৬টি নৌযান। এরমধ্যে রয়েছে আবাসন সুবিধা থাকা অত্যাধুনিক ২টি বিলাসবহুল লঞ্চ, ২টি ফাইবার বডির ট্রলার ও ২টি দ্রুতগামী ওপেন টাইপ স্পিডবোড।

সুন্দরবন ব্যবস্থাপনা দ্বিতীয় প্রকল্পের আওতায় তৈরি এসব অত্যাধুনিক নৌযান বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বন কর্মকর্তাদের কাছে হস্তান্তরের পর রবিবার সকাল থেকে সুন্দরবনে টহল দেয়া শুরু করেছে। গতি এসেছে সুন্দরবন সুরক্ষায়।

সুন্দরবন ব্যবস্থাপনা দ্বিতীয় প্রকল্পের প্রকল্প পরিচালক ও পশিচম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন এতথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবন সুরক্ষায় ব্রিটিশ আমল থেকে ১০০ বছর ধরে এমভি বন বিহারী ও এমভি বন বালা নামক দুইটি লঞ্চ ব্যবহার করে টহল কার্যক্রম পরিচালনা করতো বন বিভাগ। দীর্ঘদিন ওই দুইটি লঞ্চ নষ্ট হয়ে পড়ে রয়েছে। যার ফলে সুন্দরবন সুরক্ষায় ভোগান্তিতে পড়তে হতো বন কর্মকর্তাদের। ওই ভোগান্তি দূর করতে সুন্দরবন ব্যবস্থাপনা দ্বিতীয় প্রকল্পে সরকারের দেয়া ৬০ কোটি টাকা বরাদ্দের মধ্য থেকে এমভি বন বিহারী ও এমভি বন বালা নামে আবাসন সুবিধা থাকা অত্যাধুনিক ২টি বিলাশ বহুল লঞ্চ, ২টি ফাইবার বডির ট্রলার ও ২টি দ্রুতগামী ওপেন টাইপ স্পিড তৈরি করা হয়। বন পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার শনিবার আনুষ্ঠানিক ভাবে এসব অত্যাধুনিক নৌযান বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। 

এসব অত্যাধুনিক নৌযান সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে ভাগ করে দেয়া হয়েছে। হস্তান্তরের পর রবিবার সকাল থেকে সুন্দরবনে টহল দেয়া শুরু করেছে। এত করে ভোগান্তি কমে সুন্দরবন সুন্দরবন সুরক্ষায় গতি এসেছে বলেও জানান এই কর্মকর্তা।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর