বরিশাল নগরীর রুপাতলীতে আঞ্চলিক মহাসড়কের পাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ সড়ক বিভাগ। সোমবার সকালে এ অভিযান করা হয় বলে সওজ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম জানিয়েছেন।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের বরিশাল নগরীর রূপাতলীর জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় থেকে সাগরদীর পুল পর্যন্ত দুই পাশে অবৈধভাবে ৫ শতাধিত দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। এগুলো উচ্ছেদের জন্য পত্রিকায় বিজ্ঞাপন ও মাইকিং করা হয়েছে। অনেকে তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। যারা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ছোট-বড় দুই শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহযোগিতা করেছে। অভিযান অব্যাহত থাকবে।
সড়ক ও জনপথ বিভাগের জমিতে গড়ে উঠা এসব ব্যবসা প্রতিষ্ঠানের ভুক্তভোগীরা দাবি করেছেন, উচ্ছেদ করা স্থাপনার মধ্যে সেনা বাহিনীর সাবেক মেজর জিয়াউল আহসানের একটি মার্কেট ছিলো। গত ১০ বছরে এ মার্কেট পরিচালনা করতেন তার ঘনিষ্টজন কামরুল ইসলাম। তার কারনে ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
এ বিষয়ে জানার জন্য কামরুল ইসলামকে খুজেও পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএম