বগুড়ায় অবৈধভাবে কয়েল উৎপাদন ও বিক্রির অপরাধে এস.এম.আর. কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (ডিসেম্বর) রাজাপুর এলাকায় বেলা ১১টার দিকে জেলা টাস্কফোর্স কমিটি এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় জেলা টাস্কফোর্স কমিটি ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.এম.আর. কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ নামে একটি কয়েল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি অনুমোদিত প্যাকেট ব্যবহার না করে অন্য মোড়ক ব্যবহার করে ক্রেতা সাধারণকে প্রতারিত করছে। এছাড়া প্রতিষ্ঠানের পণ্যে বিএসটিআইয়ের লোগো দেখা যায়। অথচ তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পিএইচ নাম্বার ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমএস