‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ কার্যালয়ের সামনে রবিবার সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
মেলায় ২৭টি স্টলে জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। পরে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত যন্ত্রপাতি ঘুরে দেখেন অতিথিরা।
এসময় জেলা প্রশাসক বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত উদ্ভাবনী যন্ত্রপাতি তৈরি করে প্রদর্শন করেছেন। তাদের মেধা-বিকাশে দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ প্রমুখ।
এ মেলা চলবে সোমবার বিকাল পর্যন্ত।
বিডি প্রতিদিন/একেএ