দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে দুর্নীতি বৈষম্যের সৃষ্টি করে। কাজেই দুর্নীতিকে যতটা কমিয়ে আনা যায়, বৈষম্য ততটা কমবে।
রোববার (১৮ মে) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবনে দুদকের আয়োজনে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সততা ও মূল্যবোধ বজার রাখার লক্ষ্যে এক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই সমাজে মিথ্যাচার দিয়ে অনেক কিছু শুরু হয় তারপর আস্তে আস্তে তা দুর্নীতিতে যায়। এসব বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে দুর্নীতি যত কমে আসবে তত আমাদের প্রয়োজন কমে আসবে। আমাদের জনবল যত বাড়বে ততই আপনাদেরকে কাছ থেকে কর নেয়ার পরিমাণ বাড়বে।
দুর্নীতি কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা বিশাল একটা পরিবর্তনের মধ্য দিয়ে এ জায়গায় এসেছি। এটিকে কাজে লাগাতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেনসহ অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল