ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (১৭ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নিচে ফুটওভার ব্রিজ এলাকায় এই অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী মোসাম্মৎ লাকি আক্তারকে আটক করে। তিনি জেলার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে মহিলা পুলিশ সদস্যের সহায়তায় দেহ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা দুইটি জিপারযুক্ত কালো পলিথিনে রাখা মোট ৪০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য উদ্ধার ও নারী মাদক ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ