৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দু'দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন।
ঝিনাইদহ সরকারি বালিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শহিদুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় ৩৬টি স্টলের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করছে। এছাড়া, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
বিডি প্রতিদিন/এএম