অনেক অনেক দিন আগের কথা। স্কটল্যান্ডের রাজা ওয়াল্টার ব্রুস ও রানী নাথালিয়ার ছিল এক পুতুলের মতো সুন্দর মেয়ে। নাম তার রাজকুমারী ক্রিস্টিনা। সে ছোট থেকে বড় হচ্ছিল বাবা, মা ও দেশের জনগণের গভীর ভালোবাসা নিয়ে। রাজকুমারী ক্রিস্টিনার জন্য তার বাবা রাজা ওয়াল্টার ব্রুস উইলি নদীর তীরে তৈরি করেছিলেন এক মনোরম বাগান। সেই বাগানে ছিল নানা জাতের অনেক ধরনের ফুল গাছ, ফল গাছ, ঔষধি গাছ ও মসলার গাছ। বাগানটা সারা দিন ফুল ও ফলের গন্ধে মৌ মৌ করত। প্রতিদিন সকাল বেলা রাজকুমারী ক্রিস্টিনা নাশতা সেরে বাগানে বেড়াতে আসত। সকালে সূর্যের আলোতে বাগানটা ঝলমল করত। আর যখন নদীর কাছে যেত, নদীর ঢেউয়ের ওপর সূর্যের রশ্মি পড়ে নদীর পানি সোনালি রঙে ঝিকমিক করত। এক দিন সকালে প্রতিদিনের মতো রাজকুমারী ক্রিস্টিনা বাগানে ঘুরতে বেরিয়েছে। সেদিন আকাশটা ছিল মেঘলা। সূর্যিমামা মেঘের আড়ালে ঢাকা পড়েছে। বাগানের ফুলে, নদীর পানিতে তাই আলোর ঝলকানি নেই। রাজকুমারী ক্রিস্টিনা কতক্ষণ বাগানে হাঁটাহাঁটি করে নদীর পাড়ে মন খারাপ করে বসে রইল। অনেকক্ষণ পরে চমকে উঠে সে খেয়াল করল, কে যেন তাকে ফিসফিস করে ডাকছে। সাহায্য চাইছে। রাজকুমারী তাকিয়ে দেখল নদীর পাড়ের কাদার মধ্যে একটা অদ্ভুত সুন্দর নীল রঙের মাছ আটকে আছে। এই মাছটাই তাকে নিচু গলায় ডেকে কাদা থেকে উদ্ধার করতে বলছে। তার মাছটার জন্য খুব মায়া হলো। সে কাদায় নেমে নীল মাছটাকে ডাঙায় উঠাল। আর কী অবাক কান্ড! একটা নীল আলোর ঝলক ছড়িয়ে মাছটা নীল পরী হয়ে গেল। রাজকুমারী ক্রিস্টিনা এমন অদ্ভুত ঘটনায় অবাক হয়ে নীল পরীর দিকে তাকিয়ে রইল। নীল পরী ক্রিস্টিনার কাছে এগিয়ে এসে বলল, আমি বেলাডোনা, পরী রাজ্যের রানী। একটা দুষ্ট জিন আমাকে জাদু দিয়ে নীল মাছ বানিয়ে কাদায় আটকে রেখেছিল। তুমিই আমাকে মুক্ত করেছ হে ছোট্ট রাজকুমারী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই নাও একটা সুন্দর নীল টুপি। তোমাকে দিলাম। এটা কিন্তু সাধারণ টুপি নয়, এটা একটা জাদুর টুপি। এই নীল রঙের জাদুর টুপিটা মাথায় দিয়ে তুমি যে দেশে যেতে চাইবে, টুপিটি মুহূর্তের মধ্যেই তোমাকে সে দেশে নিয়ে যাবে। এখন তাহলে বিদায় বন্ধু। এ কথা বলেই নীল পরী একটা উজ্জ্বল ঝিলমিলে আলোর ঝলকানি তুলে বাতাসে মিলিয়ে গেল। রাজকুমারীও ফিসফিস করে বলল, বিদায়! তারপর অনেকদিন চলে গেছে। রাজকুমারী ক্রিস্টিনা ওই নীল জাদুর টুপি পরে অনেক দেশ ঘুরে বেড়াল, অনেক কিছু দেখল, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করল। এভাবে এক দিন সে আর ছোট রইল না, বড় হয়ে গেল। তার বাবা রাজা ওয়াল্টার ব্রুস মারা গেলে সে স্কটল্যান্ডের রানী হয়ে দেশের শাসনভার নিজের হাতে তুলে নিল। নীল রঙের জাদুর টুপি পরে সারা পৃথিবী ঘুরে সে যে জ্ঞান, গুণ ও অভিজ্ঞতা সঞ্চয় করেছিল, তার আলোকে সে দেশকে সুন্দরভাবে ও সফলতার সঙ্গে পরিচালনা করতে লাগল। দেশের জনগণ রাজকুমারী ক্রিস্টিনার প্রশংসায় তাই পঞ্চমুখ হলো।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
নীল পরী ও জাদু টুপি
সাগর আহমেদ
প্রিন্ট ভার্সন
