ভারতের ঝাড়খন্ডে স্বঘোষিত গরু রক্ষকদের হামলায় এক মুসলিম ব্যবসায়ী নিহতের ঘটনায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মুসলিম ব্যবসায়ী আলিমুদ্দিনকে গরুর মাংস পরিবহনের অভিযোগ এনে পিটিয়ে হত্যার দায়ে অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম নিত্যানন্দ মোহন। তিনি রামগড় জেলা বিজেপির গণমাধ্যম বিষয়ক প্রধান।
শনিবার তিনি ছাড়াও সান্তোস সিং নামের আরো একজনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে এ ঘটনায় জড়িত ছোট্টু রানা আদালতের আত্মসমর্পণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রামগড়ের পুলিশ সুপার কৌশল কিশোর জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রামগড়ের বাজারটাঁড়ের কাছে ৪০ বছর বয়সী আলিমুদ্দিনকে গরুর মাংস পরিবহনের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এর কয়েক ঘণ্টা পূর্বেই গরু ভক্তির নামে মানুষ খুন মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিডি প্রতিদিন/০২ জুলাই ২০১৭/আরাফাত