সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।রবিবারের হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তবে এখনও কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি বলছে, তিনজন সন্দেহভাজন গাড়িবোমা হামলাকারী শহরের মধ্যে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে দুইটি গাড়ি থামাতে সক্ষম হলেও তৃতীয় গাড়িটির চালক তাহরির স্কোয়ারে প্রবেশ করে। এরপর যখন পুলিশ তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে তখন সে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।
স্থানীয় একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছে, তারা "প্রচণ্ড গুলির শব্দ এবং বিস্ফোরণের শব্দ শুনতে পায়, এতে করে আশেপাশের বাড়ির কাঁচ ভেঙ্গে যায়"।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা'কে একজন পুলিশ কর্মকর্তা বলছেন, "সন্ত্রাসীদের এই বোমা হামলায় বেসামরিক লোক নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছেন"।
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৭/মাহবুব