বিজ্ঞাপন চিত্রে লিঙ্গ ও বর্ণ বৈষম্যকে প্রকটভাবে তুলে ধরার অভিযোগে প্রসাধন সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান 'ওয়াটসনস মালয়েশিয়া'য় বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ওই বিজ্ঞাপনে দেখা যায়, ঘোমটায় মুখ ঢাকা এক নারীর কণ্ঠস্বর শুনে প্রেমে পড়ে যান এক রাজকুমার। আর যখনই ওই নারী ঘোমটা সরান ঠিক তখনই নারীর কুচকুচে কালো ত্বক দেখে আঁতকে ওঠেন রাজকুমার। পরের দৃশ্যে ওই নারী মুখ ধুয়ে আসলে তার চেহারা ফরসা হয়ে যায়।
ভিডিওটি প্রকাশের পর ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে পরে ওয়াটসনস বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। ১৫ মিনিটের বেশি ওই ভিডিওতে দেশটির 'দায়াং সেনাংদং' নামের একটি লোককাহিনী দেখানো হয়েছে। এ ব্যাপারে ব্রিটেনের এক বিজ্ঞাপন বিশেষজ্ঞ জানান, এই বিজ্ঞাপনে পুরোনো দিনের ধ্যান-ধারণাকে তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনে দেখানো হয়েছে, পুরুষদের জন্য নারীরা নিজেদের শরীরে পরিবর্তন আনছেন। মূলত এর মাধ্যমে লিঙ্গবৈষম্য প্রকটভাবে ফুটে উঠেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার