যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের বৌ হর্ফ এলাকার ওয়েনিংটন রোডে অবস্থিত নির্মাণাধীন ভবনের একটি ফ্ল্যাট ব্লকে বড় ধরনের অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে। স্থানীয় সময় রবিবার সকালে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনে বহু মানুষ হতাহতের রেশ না কাটতেই ফের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৪টি ফায়ার ইঞ্জিন এবং অগ্নিনির্বাপক বাহিনী প্রায় ৮০ জন কর্মীর চেষ্টায় বেলা ২টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান লন্ডন ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা। এদিকে টুইটারে ইব্রাহিম সিএইচএস টিভি নামে একটি অ্যাকাউন্টে পুড়তে থাকা ভবনটির ছবি ও ভিডিওতে দেখা গেছে, ওই ভবনের চারতলায় আগুন দাউদাউ করে জ্বলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার