লিবিয়ায় একই স্থানে জোড়া গাড়ি বোমা হামলায় ৩৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে বেনগাজি শহরে এ হামলার ঘটনা ঘটে।
লন্ডনের দ্য ইন্ডিপেনডেন্টের খবর, রাত ৮টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহর আল স্লেইমানির পার্শ্ববর্তী একটি মসজিদের সামনে বিস্ফোরক রাখা গাড়িটি উড়িয়ে দেওয়া হয়।
খবর পেয়ে নিরাপত্তা কর্মী ও স্বাস্থ্য কর্মকর্তারা সেখানে পৌঁছলে ১৫ মিনিটের মধ্যে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব