ইয়েমেন সংঘাতের ‘একটি রাজনৈতিক সমাধান’ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ব্রিটেন, সৌদি আরব ও ইউএই’র পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। বুধবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
খবরে বলা হয়, প্যারিসে ব্রিটেন দূতাবাসে ব্রিটিশ কূটনীতিক বরিস জনসন এ বৈঠকের আয়োজন করেন।
এর আগে টিলারসন ও জনসন রাসায়নিক অস্ত্র ব্যবহার বিরোধী একটি আন্তর্জাতিক উদ্যোগের যাত্রা শুরু করেন। বিশেষ করে সিরিয়াকে লক্ষ্য করে তারা এ উদ্যোগ নিলেন।
এ বৈঠকের প্রাক্কালে জনসন বলেন, ‘সিরিয়া ও ইয়েমেন সংঘাত বর্তমানে দু’টি বড় মানবিক সংকট সৃষ্টি করেছে।’
‘আলোচনার মাধ্যমে এ সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ছাড়া এটার কোনো সামরিক সমাধান নেই।’
ইয়েমেনে যে মানবিক সংকট দেখা দিয়েছে জাতিসংঘ এটাকে বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। দেশটিতে এ সংঘাতে ইতোমধ্যে ৯ হাজার ২শ’র বেশী মানুষ নিহত ও প্রায় ৫৩ হাজার লোক আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম