আফগানিস্তানের জালালাবাদে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের অফিসে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন আহত হয়েছে। বিবিসি বুধবার এ খবর প্রকাশ করেছে।
হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। তবে বিবিসি বলছে, জালালাবাদ এলাকায় প্রায়ই জঙ্গি গোষ্ঠী তালেবান হামলা চালিয়ে থাকে।
স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে জালালাবাদ শহরে সেভ দ্য চিলড্রেন অফিসের প্রাঙ্গণে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের শব্দ হওয়ার পরই নিকটবর্তী একটি বিদ্যালয়ের শিশুরা আতঙ্গে দৌড়াতে শুরু করে।
সম্প্রতি কাবুলে একটি বিলাসবহুল হোটেলে হামলা চালায় তালেবান। এতে কমপক্ষে ২২ জন প্রাণ হারান। যার বেশিরভাগই বিদেশি নাগরিক।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৮/ফারজানা