পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ সরকার। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গি আস্তানায় হামলার নামে পাকিস্তানের উপর নজরদারি চালাচ্ছে আমেরিকা। আর এই কারণে ডোনাল্ড ট্রাম্পের সরকারের ওপর আস্থা হারাচ্ছে ইসলামাবাদ।
বিবৃতিতে আরও জানানো হয়, মার্কিন ড্রোন থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমে কুররম এজেন্সির একটি আফগান শরণার্থী শিবিরে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দাবি করা হচ্ছে, মার্কিন ড্রোন হামলায় পাকিস্তান হাক্কানি নেটওয়ার্কের দুই গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছে। পাকিস্তানের পুলিশ নিহত দুই ব্যক্তিকে এহসান খোরাই ও নাসির মাহমুদ নামে চিহ্নিত করেছে।
ইসলামাবাদ আশঙ্কা করছে, পাকিস্তানের উপজাতি এলাকায়ও মার্কিন ড্রোন হামলা বিস্তৃত করা হতে পারে।
গত বছর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর একাধিকবার আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। চলতি মাসের শুরুতেই এক ড্রোন হামলায় এক ব্যক্তি আহত হয়, এছাড়া গত বছরের ২৬ ডিসেম্বর আরও হামলায় আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ