উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়া ইস্যু। আর এরই মধ্যে সিরিয়ায় চারটি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ মোতায়েন করল রাশিয়া। সম্প্রতি এমনই একটি ভিডিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দু’টি ইউনিট লাতাকিয়ার রুশ বিমানঘাঁটি হেমেইমিমে এবং দু’টি ইউনিট তারতুসের নৌ ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে।
এস-৪০০ হচ্ছে রাশিয়ার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এটি আকাশে শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে দিতে পারে। এ ছাড়া এস-৪০০ একই সময়ে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
উল্লেখ্য, হেমেইমিম হচ্ছে সিরিয়ায় রাশিয়ার স্থায়ী বিমান ঘাঁটি। ২০১৬ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রাশিয়া সেখানে ৪৯ বছর বিমান ঘাঁটি রাখতে পারবে। এরপর প্রয়োজনে এর মেয়াদ আরও ২৫ বছর বাড়ানো যাবে।
রাশিয়া সিরিয়ার অনুরোধে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে জঙ্গিদের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে। এছাড়া রাশিয়ার স্থলবাহিনীও সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ