আফগানিস্তানে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। গত মঙ্গলবার দীর্ঘ ২০ বছর পর আবারও নতুন সরকার গঠন করেছে তালেবান।
আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।
বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম টোলো নিউজ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।
টুইট বার্তায় টোলো নিউজ জানায়, এক বিবৃতিতে হামিদ কারজাই বলেছেন-আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা প্রয়োজন ছিল। তিনি আশা করেন যে, মন্ত্রিসভায় ত্রুটিগুলো দূর করা হবে। যাতে সকল আফগানরা সরকারে নিজেদেরকে প্রতিনিধিত্ব করতে দেখবে।
এর আগে গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। এছাড়াও গত ৩০ আগস্ট কাবুল ছাড়ে মার্কিন বাহিনী। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন