চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ডেপুটি জেনারেল হু বিনচেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) গভর্নিং বডির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর পুলিশের আন্তর্জাতিক এই সংস্থাটির নির্বাহী কমিটি গঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে চীনের এই শীর্ষ কর্মকর্তার ইন্টারপোলের নির্বাহী কমিটিতে যোগ দিতে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারটি বিশ্বের নিরাপত্তা বিশেষজ্ঞরা ভালোভাবে নিচ্ছে না। তাদের আশঙ্কা, চীন বৈশ্বিক এই সংস্থাটিকে ব্যবহার করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির সমালোচকদের মুখ বন্ধ করতে পারে।
ইতোমধ্যে ফ্রান্সের ‘লিবারেশন’ নামে একটি প্রকাশনা সংস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যরা ইন্টারপোলের নির্বাহী কমিটিতে চীনের শীর্ষ কর্মকর্তার প্রার্থিতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়াসহ বিশ্বের কমপক্ষে ৫০ জন সংসদ সদস্য নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন জানিয়েছেন। সেখানে তারা হু বিনচেন-এর সংস্থাটির নির্বাহী কমিটিতে যোগ দেওয়ার ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানান।
এছাড়াও মানবাধিকার সংস্থা ‘সেফগার্ড ডিফেন্ডারস’ তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, চীন এই সংস্থাটি ব্যবহার করে রেড নোটিশ জারির মাধ্যমে কীভাবে বিরোধীদের সমস্যায় ফেলছেন।
বিরোধীদের দমনে চীন সরকারকে ইন্টারপোল ব্যবহার করতে দিলে সংস্থাটির আন্তর্জাতিক খ্যাতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর