জব্দ আফগান সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে ‘খোলা চিঠি’ দিয়েছেন তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
বুধবার কংগ্রেসের কাছে একটি খোলা চিঠিতে সতর্ক বার্তা দিয়ে তালেবান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৯০০ কোটি টাকা পরিমাণ সম্পদ মুক্ত না করে এবং দেশটির ওপর থেকে অন্যান্য আর্থিক নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে আফগানিস্তান থেকে ব্যাপক শরণার্থীর ঢল নামবে।
আমির খান মুত্তাকি লিখেন, নিষেধাজ্ঞাগুলি "শুধু ব্যবসার জন্য ধ্বংসাত্মক তা নয়" লাখ লাখ হতাশ আফগানের মানবিক সহায়তার জন্যও তা ধ্বংসাত্মক।
কাবুলে মুত্তাকির অফিস, ইংরেজিসহ বেশ কয়েকটি ভাষায় চিঠির কপি প্রকাশ করেছে।
মুত্তাকি আগের মতই বলে আসছেন যে তার সরকার গত আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা আনতে সক্ষম হয়েছে। কিন্তু ক্রমবর্ধমান অর্থনৈতিক সমস্যা মানবিক চ্যালেঞ্জকে আরও খারাপ করছে।
তালেবানের প্রধান কূটনীতিক বলেছেন, "বর্তমানে আমাদের জনগণের মৌলিক চ্যালেঞ্জ হল আর্থিক নিরাপত্তা এবং এই উদ্বেগের শিকড় হচ্ছে আমেরিকান সরকার দ্বারা আমাদের জনগণের সম্পদ জব্দ করা।
মুত্তাকি বলেছেন, "আমরা উদ্বিগ্ন যে বর্তমান পরিস্থিতি এভাবে বিরাজ করলে, আফগান সরকার এবং জনগণ সমস্যার সম্মুখীন হবে এবং বিভিন্ন অঞ্চল ও বিশ্বে ব্যাপক অভিবাসনের কারণ হয়ে উঠবে"।
ওয়াশিংটন এবং ইউরোপ গত আগস্টে আফগানিস্তানে ইসলামপন্থী তালেবানের দখলদারিত্বের পর মূলতঃ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের ৯০০ কোটিরও বেশি সম্পদ জব্দ করেছে।
বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডও প্রায় ১২০ কোটি টাকার সাহায্য অর্থ স্থগিত করেছে। যা তারা এই বছর আফগানিস্তানের জন্য মুক্ত করার কথা ছিল।
সূত্র: ভয়েস অব আমেরিকা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন