ইউক্রেনের দক্ষিণ অঞ্চল থেকে দখলদার রুশ বাহিনী চার লাখ টন শস্য চুরি করেছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
টুইট বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের অধিকৃত দক্ষিণ অঞ্চল থেকে কমপক্ষে চার লাখ টন শস্য চুরি করেছে রাশিয়া। তার মধ্যে ৬ হাজারের বেশি হোপার (শস্য মাড়াইকৃত যন্ত্র) রয়েছে। রাশিয়ান চোররা বিশ্বে মৃত্যু এবং দুর্ভিক্ষ নিয়ে আসছে।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন