৩০ জানুয়ারি, ২০২৩ ০৯:৫৮

ন্যাটোতে ফিনল্যান্ডকে অনুমোদন দিলেও সুইডেনকে ‘না’ দেওয়ার ইঙ্গিত তুরস্কের

অনলাইন ডেস্ক

ন্যাটোতে ফিনল্যান্ডকে অনুমোদন দিলেও সুইডেনকে ‘না’ দেওয়ার ইঙ্গিত তুরস্কের

গত বছর সুইডেন এবং ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তার দেশ ন্যাটোতে ফিনল্যান্ডকে গ্রহণ করতে পারে কিন্তু সুইডেনকে করবে না।

সম্প্রতি সুইডেনে ইসলামধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানো হয়। এই ঘটনার পর তুরস্ক স্টকহোম এবং হেলহসিংকির সঙ্গে ন্যাটোতে প্রবেশ সংক্রান্ত  একটি আলোচনা বাতিল করে। এরপর এরদোয়ান এই ইঙ্গিত দিলেন।

রবিবার টেলিভিশনে প্রদান করা এক বক্তৃতায় এরদোয়ান বলেন, ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে আমরা ফিনল্যান্ডকে ভিন্ন বার্তা দিতে পারি। কিন্তু সুইডেন আমাদের বার্তা দেখে বিস্মিত হবে। সুইডেন যে ভুল করেছে ফিনল্যান্ডকে সেই একই ভুল করা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

গত বছর (২০২২ সালে) সুইডেন এবং ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে। ন্যাটোতে নতুন কোনো সদস্য নিতে হলে জোটে থাকা সকল সদস্যের (বর্তমান সদস্য ৩০টি) অনুমোদন লাগে। সে হিসেবে এই দুই দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে হলে তুরস্কের অনুমোদন প্রয়োজন হবে। কিন্তু তুরস্ক সুইডেনকে অনুমোদন দেবে না বলে  ইঙ্গিত দিচ্ছে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর