বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি)। এ নিয়ে টানা গত নয় বছর ধরে এই মর্যাদা ধরে রেখেছে বিমানবন্দরটি।
এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালের (এসিআই) র্যাংকিং অনুযায়ী, দূরপাল্লার ভ্রমণ চাহিদা বৃদ্ধির ফলে গত বছরসহ টানা নয় বছর যাত্রী চলাচলের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক বিমানবন্দরের খেতাব ধরে রেখেছে ডিএক্সবি।
বিশ্বব্যাপী প্রায় দুই হাজার বিমানবন্দরের প্রতিনিধিত্বকারী সংগঠন এসিআই জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের দিক দিয়ে দুবাই ছাড়াও শীর্ষ পাঁচ বিমানবন্দরের তালিকায় রয়েছে লন্ডন, আমস্টারডাম, প্যারিস ও ইস্তানবুল। গণমাধ্যমের খবর অনুযায়ী, ডিএক্সবি থেকে অভ্যন্তরীণ কোনও ফ্লাইট চলাচল নেই। এরপরও বিমানবন্দরটি ২০২২ সালে ৬ কোটি ৬১ লাখ যাত্রী পরিবহন করেছে, বছরওয়ারি যা দ্বিগুণেরও বেশি।এ বিষয়ে এসিআই ওয়ার্ল্ডের মহাপরিচালক লুইস ফিলিপে ডি অলিভেইরা বলেন, “বৈশ্বিক ফ্লাইট চলাচল পুনরুদ্ধারের গতি এবং মাত্রাকে প্রভাবিত করতে পারে এমন একাধিক প্রতিকূলতার মধ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। সর্বশেষ র্যাংকিং মহামারী-পূর্ব স্তরে পৌঁছানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। কোভিডের পর চীনা বাজার উন্মুক্ত হওয়ায় এভিয়েশন খাতের চলাচল দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সামগ্রিকভাবে লাভবান হবে বলে আশা করা যাচ্ছে।”
গণমাধ্যমের প্রতিবেদনে বরা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর দুবাই বিমানবন্দর থেকে চলতি বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক হাবের মাধ্যমে যাত্রী চলাচল ৭ কোটি ৮০ লাখ ছাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কেননা এ বছর দুবাই এয়ারশো এবং কপ২৮ জলবায়ু শীর্ষ সম্মেলনের মতো বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইউএই।
দুবাই বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস বলেন, “চলতি বছরের শেষ নাগাদ বা ২০২৪ সালের শুরুতে যদি প্রতি মাসে যাত্রী সংখ্যা ৭৫ লাখে পৌঁছায়, তবে খাতটিতে মহামারী-পূর্ব স্তরের হিসাবে মাসওয়ারি সম্পূর্ণ পুনরুদ্ধার হতে পারে।” সূত্র: গালফ নিউজ, দ্য ন্যাশনাল নিউজ
বিডি প্রতিদিন/কালাম