৪ অক্টোবর, ২০২৩ ১১:৪৯

রাশিয়ার হুঁশিয়ারি উপক্ষো করে আইসিসিতে যোগ দিচ্ছে আর্মেনিয়া

অনলাইন ডেস্ক

রাশিয়ার হুঁশিয়ারি উপক্ষো করে আইসিসিতে যোগ দিচ্ছে আর্মেনিয়া

সংগৃহীত ছবি

রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যোগ দিচ্ছে আর্মেনিয়া।

আর্মেনিয়ার সংসদ এরই মধ্যে আইসিসি প্রতিষ্ঠা সংক্রান্ত রোম সংবিধি অনুমোদন করেছে। এর মাধ্যমে রাশিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেদারল্যান্ডসের হেগ-ভিত্তিক আইসিসিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিল আর্মেনিয়া।

আর্মেনিয়ার পার্লামেন্টের একজন মুখপাত্র বলেছেন, মঙ্গলবারের অধিবেশনে ৬০ জন সংসদ সদস্য আইসিসির গোড়াপত্তনকারী রোম সংবিধি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন। 

অন্যদিকে সরকার-বিরোধী ২২ সংসদ সদস্য আইসিসিতে যোগদানের বিরোধিতা করে ভোট দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের বিরুদ্ধে আইসিসির পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

আর্মেনিয়ার এই পদক্ষেপকে ‘ভুল সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ  বলেছেন, “আমরা চাই না প্রেসিডেন্ট (পুুতিন) কোনো কারণে আর্মেনিয়া সফর প্রত্যাখ্যান করুক।”

“আর্মেনিয়া আমাদের মিত্র, একটি বন্ধুত্বপূর্ণ দেশ, আমাদের অংশীদার ... কিন্তু একই সাথে, আর্মেনিয়ার বর্তমান নেতৃত্বের জন্য আমাদের অতিরিক্ত প্রশ্ন থাকবে ... আমরা এখনও বিশ্বাস করি এটি একটি ভুল সিদ্ধান্ত।”

এর আগে গত সপ্তাহে ক্রেমলিন আইসিসির সঙ্গে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আর্মেনিয়াকে সতর্ক করে দিয়ে বলেছিল, এর ফলে দু’দেশের সম্পর্কে যে ফাটল সৃষ্টি হয়েছে তা আরো গভীর হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সে সময় বলেন, আইসিসির পক্ষ থেকে যখন প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে তখন ওই আদালতে যুক্ত হওয়ার আর্মেনীয় পদক্ষেপ হবে রাশিয়ার বিরুদ্ধে ‘চরম বিদ্বেষী’ আচরণ।

পেসকভ বলেন, আর্মেনিয়া ভালো করে জানে যে, আমরা রোম সংবিধিতে স্বাক্ষর করিনি। আর ওই সংবিধির আওতায় কী কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাও আর্মেনিয়ার অজানা নয়।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আর্মেনিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া, ইয়েরেভান অভিযোগ করছে, নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে সংঘাতে রাশিয়া আর্মেনিয়াকে সহযোগিতা করেনি। সূত্র: দ্য গার্ডিয়ান, এপি, রয়টার্স, আল জাজিরা

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর