২৩ মে, ২০২৪ ২২:০০

জ্বালানির অভাবে বন্ধ হচ্ছে আল-আকসা হাসপাতালের কার্যক্রম

অনলাইন ডেস্ক

জ্বালানির অভাবে বন্ধ হচ্ছে আল-আকসা হাসপাতালের কার্যক্রম

জ্বালানির অভাবে আল-আকসা হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দেগ্রান এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের অন্যায্য আচরণ এবং হাসপাতালে জেনারেটরগুলি কাজ করার জন্য প্রয়োজনীয় জ্বালানি সম্পর্কে জাতিসংঘের বিলম্বের কারণে গাজার আল-আকসা হাসপাতাল শিগগিরই তার কার্যক্রম বন্ধ করে দেবে।

তিনি বলেন, বুধবার হাসপাতালটি ৩,০০০ লিটার (৮০০ গ্যালন) জ্বালানি পেয়েছে। এটি পরিচালনা করতে ৫,০০০ লিটার (১,৩২০ গ্যালন) প্রয়োজন। বর্তমানে হাসপাতালে ১,৩০০ অসুস্থ ও আহত রোগী রয়েছে।

জ্বালানির অভাবে তাদের চিকিৎসা বন্ধ হয়ে যাবে। মাত্র ৩০ মিনিটের জ্বালানি আছে।

খলিল আল-দেগ্রান বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আমরা হাসপাতালে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহের জন্য অনেক আবেদন জানিয়েছি, কিন্তু সংশ্লিষ্ট কোনো পক্ষ সাড়া দেয়নি।

তিনি বলেন, আমরা শত শত রোগীর কথা বলছি যারা প্রতিদিন ডায়ালাইসিস করছেন এবং এই রোগীদের বেশিরভাগই রাফাহ থেকে এই হাসপাতালে  স্থানান্তরিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ইনকিউবেটরের সাথে সংযুক্ত শিশুদের সম্পর্কেও কথা বলছি। আমরা এমন লোকদের সম্পর্কেও কথা বলছি যারা ইসরায়েলি বাহিনীর দ্বারা আহত হয়েছে এবং প্রতি ঘণ্টায় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর