রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

সিলেটে নিজ দলের নেতার অফিস ভাঙচুর ছাত্রলীগের

অন্যের জায়গা দখল, কলেজের ছাত্রাবাস পোড়ানো ও টেন্ডার ছিনতাইর ঘটনার পর এবার নিজ দলের এক নেতার অফিস ভাঙচুর করেছে ছাত্রলীগ ক্যাডাররা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ফাজিলচিশতে ছাত্রলীগ নেতা ফয়সল আজাদ খানের ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে ছাত্রলীগ ক্যাডার কালা ফারুক ও আনসার আলীসহ তাদের অনুসারীরা। এ সময় তারা ফয়সলের চাচা ও তার এক বন্ধুর গাড়িও ভাঙচুর করে।

ছাত্রলীগ নেতা ফয়সল আজাদ খান জানান, আলম নামের এক ব্যক্তির কাছে তিনি ২৬ লাখ টাকা পাওনা। ওই টাকার জন্য চাপ দিলে তার পক্ষ নিয়ে কালা ফারুক ও আনসার আলীর নেতৃত্বে ৫০-৬০ জন ক্যাডার শুক্রবার রাতে তার অফিসে হামলা চালায়। তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর ও কাগজপত্র তছনছ করে এবং ৮০ হাজার টাকা লুট করে। পরে তারা আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারের পাশে তার বাসার সামনে গিয়ে গুলি ছুঁড়েছে। গোল্ডেন টাওয়ারের নিচে রাখা তার চাচা এনআই খানের পাজেরো জিপ ও বন্ধু আবদুল মালিক জগলুর প্রাইভেট কার ক্যাডাররা ভাঙচুর করে। ফয়সল আজাদ জানান, এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ পাঠালেও তা পুলিশ ফিরিয়ে দিয়েছে। বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল ও কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার শাহ মো. মবশ্বির আলী জানান, হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় মামলা হয়নি।

সর্বশেষ খবর