প্রধান বিচারপতি নিয়োগে সময় নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, সংবিধানে এমন কোনো কিছু লেখা নাই যে কত দিনের মধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে। মহামান্য রাষ্ট্রপতির হাতে সময় আছে, উনি যখন চাইবেন তখনই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন। এটা সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার।
বুধবার দুপুরে রাজধানীর বারিধারার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
'আর মাদক নয়, এই হোক প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে মাদক প্রতিরোধে এক গণআন্দোলনের সূচনা অনুষ্ঠানের আয়োজন করে একটি মেডিকেল ক্লিনিক।
এতে অন্যান্যের মধ্যে টাইগার ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কনসালট্যান্ট সৈয়দ ইমামুল হোসেন ও প্রত্যয় মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হক উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বর্তমানে প্রধান বিচারপতি নেই এটি কোনো সমস্যা না। সংবিধান অনুযায়ীই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বা পদত্যাগ করলে কি হবে বা কে দায়িত্ব পালন করবেন সে সম্পর্কে সংবিধানে বলা আছে।
ফলে প্রধান বিচারপতি (সুরেন্দ্র কুমার সিনহা) ছুটিতে যাওয়ার পর বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে এই দায়িত্ব দিয়েছেন। তিনি এই ক্ষমতা পালন করবেন রাষ্ট্রপতি যতক্ষণ আরেকজনকে নিয়োগ না দিচ্ছেন।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৭/মাহবুব