শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অবকাঠামো খাতে ৩২০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন : ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

দেশের অবকাঠামো খাতের উন্নয়নে আগামী ২০৩০ সালের মধ্যে ৩২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন বলে মনে করছে ডিসিসিআই। তারা এ খাতে প্রতি বছর ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের তাগিদ দেন।

গতকাল রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি আবুল কাশেম খান। তিনি উল্লেখ করেন, বর্তমানে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধির ২ দশমিক ৮৭ শতাংশ যে বিনিয়োগ হচ্ছে, তা বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করা প্রয়োজন। তিনি অবকাঠামো খাতের উন্নয়নে ডিসিসিআইর ৭টি প্রস্তাবও  তুলে ধরেন। বলেন, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে দ্রুত ৮ লেনে উন্নীত করা হোক। বিদ্যুৎ খাতে ট্রান্সমিসন ও ডিস্ট্রিবিউশন কাজে বেসরকারি অংশগ্রহণ, দ্রুত কয়লা উত্তোলন ও ব্যবহার নিশ্চিত এবং বাপেক্স ও অন্যান্য প্রাকৃতিক গ্যাস উত্তোলন সংস্থাসমূহকে শক্তিশালী করতে হবে। পাবলিক প্রাইভেট ডায়ালগ ফোরামকে শক্তিশালীকরণ ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হোক। রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিআরটি এবং এমআরটি দ্রুত বাস্তবায়ন করা হোক। ডুয়িং বিজনেস ইনডেক্স-এ বাংলাদেশের অবস্থানও উন্নয়ন করা জরুরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর