মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

৪০০ বছর পর কাছাকাছি শনি ও বৃহস্পতি

সূর্য ডোবার পর থেকে গতকাল রাতের আকাশে দেখা গেছে প্রায় একসঙ্গে এবং খুব কাছাকাছি দুই গ্রহ শনি ও বৃহস্পতিকে। বাংলাদেশে খালি চোখেই এ দৃশ্য দেখা গেছে। প্রায় ৪০০ বছর পর এভাবে খুব কাছাকাছি আসে দুই গ্রহ। জ্যোতির্বিদরা বলছেন, সৌরজগতের সবচেয়ে বড় দুই গ্রহের এ তথাকথিত সংযোগ খুব বিরল নয়। সূর্যকে প্রদিক্ষণের সময় দুই প্রতিবেশী গ্রহের মধ্যে প্রতি ২০ বছর পর পর দেখা হয়। তবে গতকাল রাতে এ দেখাদেখিটা হয়েছে খুব কাছে থেকে। আকাশ পরিষ্কার থাকলে বিশ্বের সব জায়গা থেকেই ধরা পড়ে এমন অনন্য দৃশ্য। গ্রহ দুটির এ মহাসংযোগের সময় ডানপাশে ছিল দেখতে অপেক্ষাকৃত ছোট শনি গ্রহ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, গ্রহ দুটির দূরত্ব ছিল ৭৩০ মিলিয়ন কিলোমিটার। আর বৃহস্পতি থেকে পৃথিবীর দূরত্ব ছিল ৮৯০ মিলিয়ন কিলোমিটার। ফের এ দৃশ্য ২০৮০ সালের ১৫ মার্চে দেখা যেতে পারে। আজ সবচেয়ে ছোট দিন : গতকালের রাতটি ছিল বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। আর আজ ২২ ডিসেম্বর হতে যাচ্ছে বছরের সবচেয়ে ছোট দিন। এটি অবশ্য উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটবে। এসব দেশের মধ্যে পূর্ব তিমুর এবং ইন্দোনেশিয়ার দক্ষিণ গোলার্ধের অংশ ব্যতীত এশিয়া মহাদেশের অধিকাংশ দেশ রয়েছে। এ ছাড়া আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের অনেক দেশ রয়েছে।  বাংলাদেশও উত্তর গোলার্ধের দেশ।

 ফলে বাংলাদেশের রাতও ছিল বছরের সবচেয়ে দীর্ঘতম এবং আজকের দিনটি হতে যাচ্ছে সবচেয়ে ছোট দিন।

 

 

সর্বশেষ খবর