বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সংসদীয় কমিটি চায় নিজস্ব অর্থায়নে গ্যাসের প্রিপেইড মিটার স্থাপন করতে কিন্তু মন্ত্রণালয় বৈদেশিক সাহায্যের পেছনে ঘুরে এরই মধ্যে দুই বছর কাটিয়ে দিয়েছে। আবারও নতুন করে ইআরডিতে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়। ফলে কবে গ্যাসের প্রিপেইড মিটার স্থাপন কাজ শেষ হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ নিয়ে খোদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদীয় কমিটিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, ‘ইতিপূর্বে দুই বছরের মধ্যে ২০ লাখ মিটার স্থাপনের সময় দেওয়া হলেও আজ পর্যন্ত এর কোনো অগ্রগতি নেই। ইআরডি বা বৈদেশিক সাহায্য না-ও পাওয়া যেতে পারে। ইতিমধ্যে অনেক সময় চলে গেছে। কোন সালে প্রিপেইড মিটার স্থাপন কাজ শেষ হবে তা বোধগম্য নয়। এ নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। প্রতিটি সংস্থার কাছেই প্রচুর অর্থ আছে। তাই নিজস্ব অর্থায়নেই মিটার স্থাপনের উদ্যোগ নিলে খুব অল্প সময়ে মিটার স্থাপন সম্ভব হবে।’ এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে সমর্থন করে কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান বলেন, ‘গ্যাস সেক্টরে প্রতিটি কোম্পানিরই প্রচুর অর্থ রয়েছে। এর মধ্যে দুই বছর পেরিয়ে গেলেও সাহায্য সংস্থার কোনো সাড়া পাওয়া যায়নি। তাই সময় ক্ষেপণ না করে নিজস্ব অর্থায়নে মিটার স্থাপন করতে হবে।’ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বৈঠকে জানান, দেশে ২৮ লাখ প্রিপেইড মিটার স্থাপনের ১৬টি প্রকল্প অনুমোদনে অর্থসংস্থানের জন্য ইআরডিতে পাঠানো হয়েছে। জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠকে উপস্থাপিত কার্যপত্র থেকে এসব তথ্য পাওয়া যায়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আসলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম ও নার্গিস রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা প্রসঙ্গে মন্ত্রণালয়ের সচিব জানান, দেশে ৪২ লাখ ৩১ আবাসিক গ্রাহকের মধ্যে ২ লাখ ৭৩ হাজার প্রিপেইড মিটার স্থান করা হয়েছে। ২৮ লাখ মিটার স্থাপনের ১৬টি প্রকল্প অনুমোদনে অর্থসংস্থানের জন্য ইআরডিতে পাঠানো হয়েছে। প্রিপেইড মিটারসহ গ্যাসের লাইন অটোমেশনে প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ২০২৩ সালে অবৈধ সংযোগ খুব দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে। চট্টগ্রামে প্রায় শতভাগ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৈঠকে আরও জানানো হয়, ২০০২ থেকে ২০২০ সাল পর্যন্ত গত ১৯ বছরে সরকারি ও বেসরকারি খাতে গ্যাসের বকেয়া পড়েছে ৯ হাজার ২১৫ কোটি ২৯ লাখ টাকা।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
দুই বছরে বিদেশি সাহায্য সংস্থার কোনো সাড়া পাওয়া যায়নি
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সংসদীয় কমিটি চান নিজস্ব অর্থায়নে গ্যাসের মিটার স্থাপন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর