সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। গতকাল কামরাঙ্গীরচরে হুসনুল কোরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, বিশেষ করে ধর্মীয় জ্ঞান না থাকায় তরুণ প্রজন্ম বেপরোয়া হয়ে উঠছে। অনৈতিক কার্যকলাপ থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষার সর্বস্তরে কোরআন তিলাওয়াত ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তিনি বলেন, সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কোরআনের নাজেরা অর্থাৎ দেখে তেলাওয়াত করা এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোরআনের অনুবাদ পাঠদান বাধ্যতামূলক করা প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন- খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা হারুন, মুফতি জাকির নাদভী, হাজি নুরুদ্দীন, আবুল কালাম আজাদ, মাওলানা আমির হুসাইন প্রমুখ।