নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম আন-অফিশিয়াল টেস্টে ৭০ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে দুরন্ত সূচনা করেছে নুরুল হাসান সোহানের দল। প্রথম ইনিংসে ৩৫৭ রান করেছেন তারা। অন্যদিকে ব্যাট হাতে এর পাল্টা জবাবও দিচ্ছে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গতকাল মিরপুরে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে জো কার্টারের দল। ২৫৩ রানে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে মোহাম্মদ নাঈম (৮২), সাইফ হাসান (৫১) ও অমিত হাসান (৬৭) হাফ সেঞ্চুরির দেখা পান। এ ছাড়া ওপেনার এনামুল হক ও অধিনায়ক নুরুল হাসান সোহান সমান ৪৮ রানের ইনিংসে ভর করে ৩৫৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। বল হাতে লিস্টার ও লেনস ৩টি করে উইকেট নেন। ফোকস ২টি এবং ফক্সক্রফট ও বয়েল নেন ১টি করে উইকেট। জবাবে প্রথম ইনিংসে ভালো শুরু করেছে নিউজিল্যান্ড। যদিও শেষ সেশনের সপ্তম ওভারে রিস মারিয়ুকে ১৪ রানে ফেরান পেসার খালেদ। এরপর কার্টিস হিফি (৪১) ও অধিনায়ক জো কার্টারের (৪৮) অবিচ্ছিন্ন ৮০ রানের জুটিতে ১০৪ রান সংগ্রহ করে দিন শেষ করে নিউজিল্যান্ড।