১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৩৭

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে যে রেকর্ড গড়তে পারেন রোহিত শর্মা

অনলাইন ডেস্ক

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে যে রেকর্ড গড়তে পারেন রোহিত শর্মা

রোহিত শর্মা

তিনটি ছক্কা। তাতেই গড়ে ফেলবেন নতুন নজির। এমনই এক রেকর্ডের হাতছানি রোহিত শর্মার সামনে। টি-২০ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড হিটম্যানের দখলে আছে। এবার জাতীয় দল, আইপিএল, ইন্ডিয়া এ দল, মুস্তাক আলিতে মুম্বাই দল, সব টুর্নামেন্ট মিলিয়ে ৪০০ ছক্কা মারার নজির গড়বেন রোহিত। কোনও ভারতীয় ক্রিকেটারের এই রেকর্ড নেই। আজ রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনটি ছয় মারলেই ইতিহাসের পাতায় নাম লেখাবেন তিনি। 

রোহিত শর্মার ৩৯৭টি ছক্কার মধ্যে ২২৪টি এসেছে আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মেরেছেন ১৭৩টি। ভারতীয়দের মধ্যে ছক্কা মারার তালিকায় রোহিতের পর রয়েছেন সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। বিশ্ব টি-২০তে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ক্রিস গেইলের দখলে। তারপরে রয়েছেন কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ব্রান্ডন ম্যাককালাম, শেন ওয়াটসন, এবি ডি' ভিলিয়ার্স এবং অ্যারন ফিঞ্চ। রোহিত শর্মা আছেন আট নম্বরে। অবশ্য এই তালিকায় ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম। 

নিজে ব্যক্তিগত মাইলস্টোনের সামনে থাকলেও রোহিতের প্রথম টার্গেট জয় দিয়ে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করা। প্রথম দল হিসেবে সবার আগে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার অনেক সময় পেয়েছেন পোলার্ড, ডি ককরা। তবে রোহিত অবশ্য পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ৬ দিনের কোয়ারেন্টাইন পর্ব মিটিয়ে গত বৃহস্পতিবার অনুশীলনে নামেন মুম্বাইয়ের নেতা।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর