১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২০

‘কিউই খেলোয়াড়দের দোষ দিও না’

অনলাইন ডেস্ক

‘কিউই খেলোয়াড়দের দোষ দিও না’

নিরাপত্তার শঙ্কায় মাঠে নামার কিছুক্ষণ আগে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরুর একেবারে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত জানায় কিউইরা। এদিকে, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে নিউজিল্যান্ড ক্রিকেটকে আইসিসিতে দেখে নেওয়ার হুমকি দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। 

অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও এজন্য কিউই খেলোয়াড়দের দোষ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। তারই জবাব দিয়েছেন নিউজিল্যান্ড পেসার মিচেল ম্যাকক্লেনাঘান।

খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ ৩৪ জনের নিউজিল্যান্ড ক্রিকেট দল শনিবার রাতে ইসলামাবাদ বিমানবন্দরে দুবাইয়ের ফ্লাইট ধরে। তাদের বিমানবন্দরে প্রবেশের ছবি পোস্ট দিয়ে টুইটারে হাফিজ লিখেন, ‘নিরাপদে ব্ল্যাক ক্যাপদের বিমানবন্দরে পৌঁছানোর ব্যবস্থা করায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দলকে অশেষ ধন্যবাদ। একই রাস্তা এবং একই নিরাপত্তা, কিন্তু আজ নিরাপত্তা হুমকি নেই? হতবাক হলাম।’

এরই জবাবে ম্যাকক্লেনাঘান হাফিজকে খেলোয়াড়দের দোষ না দিতে অনুরোধ করেন। তিনি লিখেছেন, ‘আরে ভাই, জানি এটা খুব তিক্ত অভিজ্ঞতা। খেলোয়াড়দের কিংবা সংস্থাকে দোষ দিও না। দোষ দাও আমাদের সরকারকে। তারা শুধু তাদের কাছ থেকে পাওয়া পরামর্শ অনুযায়ী কাজ করেছে। আমি একেবারে নিশ্চিত যে এই তরুণরা, সবাই খেলে নিজেদের প্রমাণ করতে চেয়েছিল। তাদের সামনে বিকল্প কোনো পথ খোলা ছিল না।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর