২৬ জুন, ২০১৯ ১৩:৪৬

যুক্তরাষ্ট্রে নতুন পরিচয়ে হুয়াওয়ের গবেষণা প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে নতুন পরিচয়ে হুয়াওয়ের গবেষণা প্রতিষ্ঠান
যুক্তরাষ্ট্রে চীনের হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড থেকে আলাদা হয়ে গেছে তাদের গবেষণা প্রতিষ্ঠান ফিউচারওয়ে। গত মে মাসে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র সরকার। এরপরই হুয়াওয়ে থেকে আলাদা হয়ে গেছে  ফিউচারওয়ে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দুই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে ২৪ জুন এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
 
ফিউচারওয়ে তাদের অফিসে হুয়াওয়ের কর্মীদের নিষিদ্ধ করেছে। ফিউচারওয়ের কর্মীদের নতুন তথ্য-প্রযুক্তি সিস্টেমের আওতায় নিয়ে এসেছে। পাশাপাশি কর্মীদের হুয়াওয়ের নাম ও লোগো ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে। 
 
বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর