১ অক্টোবর, ২০২৪ ১৮:৩১

এআই-নির্ভর ‘আসক উইথ ভিডিও’ এখন গুগল লেন্সে

অনলাইন ডেস্ক

এআই-নির্ভর ‘আসক উইথ ভিডিও’ এখন গুগল লেন্সে

গুগল লেন্স ব্যবহার করে ছবি বা ফোনের গ্যালারিতে থাকা ছবির মাধ্যমে যেকোনো বিষয় সম্পর্কে অনলাইনে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া সম্ভব। এবার গুগল লেন্সে যুক্ত হলো আরও একটি আধুনিক সুবিধা—‘আসক উইথ ভিডিও’। এই নতুন ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কোনো বস্তু বা স্থানের ভিডিও ধারণ করে তার বিস্তারিত তথ্য অনলাইনে পাওয়া যাবে।  

গুগলের এআই জেনারেটিভ প্রযুক্তি কাজে লাগিয়ে এখন ব্যবহারকারীরা ত্রুটিযুক্ত যন্ত্রপাতির ভিডিও ধারণ করে গুগল লেন্সে পোস্ট করলেই তাৎক্ষণিকভাবে মেরামতের নির্দেশনা পাবেন। ফলে ঘরে বসেই সহজে বিভিন্ন যন্ত্র বা পণ্য মেরামত করা সম্ভব হবে।  

গুগলের মতে, ‘আসক উইথ ভিডিও’ ফিচারটি ত্রুটিযুক্ত যন্ত্রপাতির তাৎক্ষণিক মেরামতের জন্য বিশেষভাবে কার্যকর। ব্যবহারকারীদের সমস্যা বা প্রশ্নের ধরন অনুযায়ী বিভিন্ন ফলাফল প্রদর্শন করবে এই ফিচার। এতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্পিচ মডেল, ডিপ ভিজ্যুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এবং জেমিনি এআই চ্যাটবট। ফলে ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবহারকারীদের প্রশ্নের সঠিক উত্তর জানানো সম্ভব হবে।  

এই ফিচারটি পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম চালিত সব স্মার্টফোনে পাওয়া যাবে। ব্যবহারকারীদের জন্য গুগল লেন্স চালু করে 'সার্চ উইথ ইউর ক্যামেরা' আইকনে ট্যাপ করতে হবে এবং ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করতে হবে। এরপর ভিডিও আপলোড করলে গুগল স্বয়ংক্রিয়ভাবে সমস্যার সমাধান দেখাবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর