অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৮-১৯ এর সবগুলো সূচকে ভাল করে নির্ণায়ক মানে ‘অতি উত্তম’ হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। রবিবার রাজধানীর বিআইসিএম সম্মেলন কক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছ থেকে অতি উত্তম হওয়ার স্বীকৃতিস্বরূপ সনদ ও ক্রেস্ট গ্রহণ করে সোনালী ব্যাংক।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম সোনালী ব্যাংকের সদ্য বিদায়ী এমডি অ্যান্ড সিইও এবং রূপালী ব্যাংকের বর্তমান এমডি অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় অতিরিক্ত সচিব এ.বি.এম রুহুল আজাদ ও সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৮-২০১৯ কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নাধীন সময়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ছিলেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
বিডি-প্রতিদিন/শফিক