মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু ছিলেন বাঙালির স্বপ্ন-আকাক্সক্ষার প্রতীক’

গাজীপুর প্রতিনিধি

‘বাঙালি জাতিসত্তাকে বিশ্ব মানচিত্রে বীরের জাতি হিসেবে তুলে ধরেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের ইতিহাসে যে বাঙালি ছিল শোষিত ও বঞ্চিত। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতিসত্তার পূর্ণ বিকাশ ঘটেছে। জাতির জনক শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির সাহস ও শক্তির উৎস, বাঙালির স্বপ্ন-আকাক্সক্ষার প্রতীক।’ ‘বাঙালির জাতিসত্তা ও বঙ্গবন্ধু’ বিষয়ে গতকাল গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কনফারেন্স হলে গণবক্তৃতা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ও গবেষণা কেন্দ্র আয়োজিত গণবক্তৃতা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বলেন, বাঙালি বিশ্বের বুকে আজ এক গৌরবময় জাতিসত্তার অধিকারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে এই গৌরব অভিধান এনে দিয়েছেন’। তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আবুল কাসেম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, অধ্যাপক আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া।

সর্বশেষ খবর