মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দেশেই বিশ্বমানের স্বাস্থ্য সেবা

----------- মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, স্বাস্থ্যসেবা বাণিজ্যিক উদ্দেশ্যে করলে হবে না, মানুষকে প্রকৃতভাবেই সেবা করার মানসিকতায় কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শুধু মধ্যম আয়ের দেশেই পরিণত করেননি, দেশেই বিশ্বমানের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। জেলা শহরের হাসপাতাল থেকে শুরু করে স্যাটালাইট ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে  গ্রামের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে সুনিশ্চিত করেছেন। গতকাল সন্ধ্যায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন জামালপুর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামালপুরের মানুষের স্বাস্থ্যসেবাকে আধুনিক করার লক্ষ্যে ৫০০ শয্যার হাসপাতালসহ মেডিকেল কলেজের কাজ চলমান রয়েছে এবং আধুনিকমানের ডায়াবেটিস হাসপাতালের কাজ শেষ পর্যায়ে। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন জামালপুর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। এছাড়াও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক খন্দকার আবদুল আওয়াল রিজভী, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

সর্বশেষ খবর